Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

”সময়মত ট্যাক্স পরিশোধ করুন, ইউনিয়নের উন্নয়নে অংশ নিন” “০-৪৫ দিনের ভিতরে আপনার শিশুর জন্মনিবন্ধন করুন” বাল্য বিবাহ রোধে আপনিও এগিয়ে আসুন”


ভৌগলিক অবস্থান

অবস্থান :

মুন্সীগঞ্জ ইউনিয়নটি সাতক্ষীরাজেলার শ্যামনগর উপজেলার সর্ব দক্ষিনেবিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন এলাকায় অবস্থিত। ইউনিয়নটি উত্তর দক্ষীনেলম্বা আকৃতির। ইউনিয়নের পূর্ব- দক্ষিনেকোল ঘেঁসে রয়েছে মালঞ্চ নদী। এই ইউনিয়নের পশ্চিমে ঈশ্বরীপুর ইউনিয়ন। উত্তরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন। পূর্বে বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং দক্ষিনেরমজাননগর ইউনিয়নের সীমানা স্পর্ষ করেছে।

আয়তন :

ইউনিয়নের আয়তন ৪৯ বর্গকিলোমিটার। ইউনিয়নে মোট ১৯টি গ্রাম রয়েছে গ্রামগুলো হচ্ছে উত্তর কদমতলা, পশ্চিম ধানখালী, পূর্ব ধানখালি, সেন্ট্রাল কালীনগর, মুন্সীগঞ্জ, জেলেখালি, পূর্বকালিনগর, দক্ষিনকদমতলা, মথুরাপুর, কুলতলী, হরিনগর, সিংহড়তলী, পারশেখালী, মীরগাং, যতীন্দ্রনগর, চুনকুড়ি, বড়ভেটখালী ও ছোট ভেটখালী, হেতালখালী। ইউনিয়নে মৌজা ২টি যথা- মুন্সিগঞ্জ ও হরিনগর মৌজা।

জনসংখ্যা :

ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮,৬৭৮ জন। পরিবারের সংখ্যা ৭,১২৫টি। জনসংখ্যা পুরম্নষ ১৯,৯৯৮ এবং মহিলা ১৮,৬৮০ জন।  জনসংখ্যা প্রায় ৭০% দরিদ্রসীমার নিচে বাস করে। ইউনিয়নে হতদরিদ্র পরিবারের সংখ্যা ১৩৪৫টি। জনসংখ্যার ৫৫% মুসলমান, ৪০% হিন্দু ও অন্যান্য সম্প্রদায় ৫%।